BACKGROUND
নদী মাত্রিক এই দেশ আমাদের বাংলাদেশ। সাথে যোগ হয়েছে নতুন বিশাল সমুদ্র সীমা, যার অনেকটাই এখনো অব্যবহৃত।
বিশাল এই সমুদ্র কে সুরক্ষার জন্য নিয়োজিত Bangladesh Navy, Bangladesh Coastguard. সমুদ্র পথে পরিবাহিত হচ্ছে বিভিন্ন পণ্যাTদি দেশ দেশান্তরে। অনেকে আবার বিশাল সমুদ্রের পানি সম্পদ থেকে আহরণ করছে বিভিন্ন রকম মৎস্য সম্পদ, যা দিয়ে দেশ আয় করছে বিরাট অংকের বৈদেশিক মুদ্রা, যোগাচ্ছে পুষ্টি। সমুদ্রের তলদেশের অফুরন্ত ভান্ডার থেকে তেল, গ্যাস উত্তোলন কার্যক্রম ঢালু আছে অনেক দিন। অভিজ্ঞ ও দক্ষ পেশাদার নৌ-প্রকৌশলী, অফিসারস, ম্যানেজার, স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে গড়ে উঠেছে বেশ কিছু শিপ ইয়ার্ড, ব্রেকিং ইয়ার্ড। দেশ আয় করছে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা। দেশ উন্নয়নে, গঠনে নিয়োজিত এসব পেশাদারদের ভুমিকা অসীম ও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণীয়। মহান এসব ব্যক্তিত্বদের একত্রিত করে সম্মিলন কেন্দ্র করার প্রয়াস সকলেই অনুভব করে আসছেন।
যারা এ মহতি পেশায় নিয়োজিত, তাদের দেখভাল করার জন্য এখনো পর্যন্ত যেসব সংগঠন গড়ে উঠেছে তার মোটামুটি সবই গোষ্ঠী নির্ভর, কোনো সার্বজনিন সংগঠন এখনো পর্যন্ত হয়ে উঠেনি যার পতাকা তলে নির্ভয়ে, নিঃসংকোচে যোগ দিতে পারে সমস্ত প্রেক্ষাপটের সদস্যরা। এই সমস্ত ক্যাটাগরির সম্মানিত সদস্যদের একত্রিত করে “বাংলাদেশি" নাবিক; করার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে সবাই দীর্ঘদিন।
বিভিন্ন সামুদ্রিক পেশার সবাইকে একটি অবস্থানে বাঁধার এই প্রয়াস হিসেবে 2013 সালে আত্ম প্রকাশ করেছে আমাদের বাংলাদেশ মেরিনার্স সোসাইটি, দ্য্ পিয়্যfর্ ®।
®